Sunday, February 22

প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ


ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পেইরি মায়াউডন আজ রবিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে ইস্কাটনস্থ প্রবাসীকল্যাণ ভবনে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি অভিবাসী কর্মীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে রাষ্ট্রদূত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রশিক্ষণ প্রদানের জন্য ৭টি মেরিন টেকনোলজিসহ মোট ৭১টি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। এসব ইনস্টিটিউট হতে ৪৭টি ট্রেডে প্রতিবছর প্রায় এক লাখ কর্মী প্রশিক্ষণ গ্রহণ করছে। বিশ্বের যেকোনো দেশের চাহিদা অনুযায়ী আধাদক্ষ ও অদক্ষকর্মী সরবরাহ করতে বাংলাদেশ সক্ষম। এছাড়া, বিশ্বমানের দক্ষকর্মী তৈরি করতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেকনিক্যাল এন্ড ফার্দার এডুকেশন (টিএএফই)-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে। অচিরেই এ কার্যক্রম শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী আরো জানান, কর্মস্থল হতে অন্য দেশে পালিয়ে যাওয়ার প্রবণতা বন্ধ করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাংলাদেশ সরকার কর্তৃক প্রবাসীদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রসংসা করেন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে সম্ভাব্যতা যাচাই করে বাংলাদেশ হতে দক্ষকর্মী নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, বিএমইটি’র মহাপরিচালক বেগম শামছুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়