কানাইঘাট নিউজ ডেস্ক:
গত বছর সাড়ম্বরে ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন হন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সেসময় একাই টেনে তুলেছিলেন তিনি। কংগ্রেসের সুদীর্ঘ শাসনের অবসান ঘটে মোদির জাদুতে। পরে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনেও সাফল্য পায় বিজেপি। তবে খোদ রাজধানীতেই এবার কর্তৃত্ব হারাতে চলেছেন মোদি। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে জানিয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলো। এর ফলে অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও বেড়ে আর সেই সঙ্গে বেড়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রভাব কমে যাওয়ার আশঙ্কা।
বিজেপির পক্ষ থেকে এরই মধ্যে দাবি করা হয়েছে, দিল্লি নির্বাচনের ফল যাই হোক না কেন, তা কখনই কেন্দ্রে নরেন্দ্র মোদির শাসনের জনপ্রিয়তার হ্রাস-বৃদ্ধির প্রতিফলন হতে পারে না। তবে এর উত্তর কি হবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এদিনই ঘোষণা করা হবে দিল্লি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল।
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি নির্বাচনে মোদি ম্যাজিক কাজ না করার পেছনে রয়েছে বিজেপির নেতিবাচক ভাবমূর্তি। এমনিতেই দলটি হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাস করে। তার ওপর নির্বাচনের আগে আগে ধর্মীয় সংখ্যলঘুদের ওপর হামলার কিছু ঘটনা এটিকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে দিল্লির মুসলিম জনগোষ্ঠী ভোটের ক্ষেত্রে বেছে নিয়েছে আম আদমি পার্টিকে (এএপি)। কংগ্রেসের নিষ্ক্রিয়তাই মূলত তাদের বিকল্প বেছে নিতে বাধ্য করেছে।
দিল্লিতে মোদির জনপ্রিয়তা কাজ না করার অন্যতম কারণ হলো মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে কিরণ বেদীর মনোনয়ন। সাবেক এ পুলিশ কর্মকর্তার বিজেপিতে যোগ দেয়ার কিছুদিনের মধ্যেই তাকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়াটা মেনে নেয়নি খোদ বিজেপির নেতা-কর্মীরাই। বিজেপি মূলত রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল কিরণ বেদীকে। তবে সাধারণ ভোটাররা যে তা কিছুটা আঁচ করতেও পেরেছেন, বুথফেরত সমীক্ষাগুলোই তার সাক্ষ্য দিচ্ছে।
ইন্ডিয়া টু ডের সমীক্ষা বলছে, ৩৫-৪৩টি আসন পেয়ে সরকার গড়ার কাছাকাছি রয়েছে কেজরিওয়ালের দল। বিজেপি পেতে পারে ২৩-২৯টি আসন। আর কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে ৩-৫টি আসন। এবিপি-নিয়েলসন বলেছে, এএপি পেতে পারে ৩৯ টি আসন। ২৮টি আসন পেতে পারে বিজেপি।
টাইমস নাও এর সমীক্ষা অনুযায়ী এএপি পাবে ৩১-৩৯ টি আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে ২৭-৩৫ টি আসন। মাত্র ২-৪ টি আসন পেতে পারে কংগ্রেস। আর সি-ভোটার তাদের বুথ ফেরত সমীক্ষায় বলেছে, সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে আম আদমি পার্টি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়