আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ:
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল রায়কে সংসদীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি দলের সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের নেতা ছিলেন।
সংবাদসংস্থা পিটিআই’য়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মুকুল রায়কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে তৃণমূল প্রধান মমতা ব্যানার্জী আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান ও ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির কাছে।
রাজ্যসভায় পরবর্তী দলনেতা কে হবেন, তা ঠিক করতে শনিবার কলকাতায় দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন মমতা ব্যানার্জী। ওই বৈঠকে দলের সব সংসদ সদস্যদের হাজির থাকতে বলা হয়েছে, যদিও এদিনই সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে।
ওই বৈঠকের পরেই মুকুল রায়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্র জানিয়েছে।
একসময়ে মমতা ব্যানার্জীর পরেই দলে যার স্থান ছিল, সেই মুকুল রায়কে সারদা কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের পরেই মমতা ব্যানার্জীর সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়