Tuesday, February 3

বরগুনায় ৩৮টি হরিণের চামড়া উদ্ধার


বরগুনা: বরগুনার পাথরঘাটায় ৩৮টি হরিণের চামড়া উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর সদস্যরা। এ সময় দুইজনকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রাম থেকে এসব চামড়া উদ্ধার করা হয়। আটক শাহিন মধ্য কালমেঘা গ্রামের ও উজ্জল পিরোজপুর জেলার বাসিন্দা। র‌্যাব-৮ এর ক্যাম্প অধিনায়ক এএসপি আসাদুজ্জামান জানান, গোপনে বস্তায় ভরে কিছু হরিণের চামড়া বিক্রির উদ্দেশে কালমেঘা থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মধ্য কালমেঘা গ্রামের সোনালী মাদ্রাসা সংলগ্ন রাস্তায় ওঁৎ পেতে থাকে র‌্যাব সদস্যরা। হরিণের চামড়া নিয়ে যাওয়ার সময় ওই স্থানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শাহিন ও উজ্জল দৌড় দিলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করে। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়