Saturday, February 28

পেট্রলের আগুনে দগ্ধ শাকিলের মৃত্যু


ঢাকা: নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায় পেট্রল ঢেলে বাসে আগুন দেয়ার ঘটনায় দগ্ধ বাসের সুপারভাইজার শাকিল মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বুধবার ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে দাঁড় করিয়ে রাখা আশিয়ান সিটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে শাকিল ও ইয়াসিন নামে দুজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ বিকালের দিকে শাকিল মারা যান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়