Monday, February 16

কেজরিওয়ালকে মোদির কটাক্ষ


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: দিল্লিতে বিদ্যুৎ ও পানির বিলে ব্যাপক ছাড়ের প্রতিশ্রুতি দিয়ে দিল্লিবাসীর স্বার্থ দেখার আশ্বাস দিয়ে ভোটে জিতেছেন কেজরিওয়াল। তাঁর ভোটব্যাংকে থাবা বসাতে ব্যর্থ বিজেপি। ফলাফল মোদির পক্ষে যায়নি। একেবারে ভরাডুবি বললেও কম বলা হবে। হারের কারণ নিয়ে বিজেপিতে যখন চলছে চুলচেরা বিশ্লেষণ, ঠিক তখনই কেজরিওয়ালের জনমোহিনী প্রতিশ্রুতিগুলি নিয়ে প্রশ্ন তুলে দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে অপ্রচলিত বিদ্যুৎ সংক্রান্ত একটি অনুষ্ঠানে তাঁর কটাক্ষ, বিদ্যুতের জন্য অন্য রাজ্যের উপর যাদের নির্ভর করতে হয়, সেই সব দল কীভাবে দাম ছাড়ের প্রতিশ্রুতি দেয়, বুঝতে পারি না। মোদীর মন্তব্য, ‘যখনই ভোট হয়, রাজনৈতিক দলগুলি বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার কথা বলতে থাকে। এ সব নিয়ে ভাবার সময় এসেছে।’ দিল্লির ভোটে বিপর্যয়ের পরে সরকারের বিভিন্ন আর্থিক নীতি নিয়ে যখন দল এবং সঙ্ঘ পরিবারের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে, তখন শনিবারই মোদি সাফ জানিয়ে দিয়েছেন, সংস্কারের পথ থেকে কোনও ভাবেই সরে আসবে না ভারতের কেন্দ্রীয় সরকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়