Tuesday, February 10

নারায়ণগঞ্জে আ.লীগ কর্মী খুন


নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আনোয়ার হোসেন (৫৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার উপজেলার তাড়াইল এলাকার মৃত নজিম উদ্দিনের ছেলে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানিয়েছেন, সোমবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় তার ওপর হামলা হয়। তিনি আরো জানান, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। আনোয়ার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়