কানাইঘাট নিউজ ডেস্ক:
বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের টানা হরতাল অবরোধে সহিংসতা ও প্রাণহানিতে এবার উদ্বেগ প্রকাশ করলো জাতিসংঘ।
গত কয়েক দিন ধরে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বাংলাদেশের দাতাসংস্থাগুলো।
সবশেষে স্থানীয় সময় বুধবার দুপুর সাড়ে ১২টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।
প্রেস ব্রিয়িংএ নিউইয়র্ক সফররত জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘের উদ্বেগ প্রকাশ নিয়ে প্রশ্ন তুলে বলেন, আপনি কি মনে করেন, জাতিসংঘের তরফে কেবল উদ্বেগ প্রকাশই যথেষ্ট, নাকি একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যথাযথ কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা জরুরি?
জবাবে জাতিসংঘের মহাসচিব পদমর্যাদার এই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের শান্তি, স্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে জীবনহানির ঘটনায় জাতিসংঘ অব্যাহতভাবে উদ্বেগ জানিয়ে আসছে।’
জাতিসংঘের মহাসচিব পদমর্যাদার এই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের শান্তি, স্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে জীবনহানির ঘটনায় জাতিসংঘ অব্যাহতভাবে উদ্বেগ জানিয়ে আসছে।’
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়