Thursday, February 5

শনিবার কূটনীতিকদের নিজেদের অবস্থান জানাবে জাপা


ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতি ও বিরোধীদল হিসেবে জাতীয় পার্টির অবস্থান নিয়ে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলবেন রওশন এরশাদ। শনিবার সন্ধ্যার পর রাজধানীর হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবেন তিনি। বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ খবরের সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘ম্যাডাম বিদেশি কূটনীতিকদের শনিবার সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জাপার অবস্থান জানাবেন। সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং জাতীয় পার্টির সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।’ জাপার একটি সূত্র জানিয়েছে, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান ও সম্প্রতি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় বিশ্ব মিডিয়ায় ব্যাপক কাভারেজ পান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। সারা বিশ্বের গণমাধ্যমে খালেদা জিয়াকে বিরোধীদলের নেতা হিসেবে উল্লেখ করা হয়। এতে ক্ষুব্ধ হন এরশাদ ও বিরোধীদলের নেতা রওশন এরশাদ। গত ২ ফেব্রুয়ারি জাতীয় পার্টিতে বিভিন্ন দল থেকে কিছু নেতার যোগদান অনুষ্ঠান উপলক্ষে বনানীতে এরশাদ খালেদা জিয়ার বাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণ ব্যাখ্যা করেছিলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, যেখানে দেশের ও বিদেশের মিডিয়ায় খবর আসবে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিতে পারছে না। সেখানে খবর আসছে খালেদার কার্যালয়ে ১৯ ঘণ্টা বিদ্যুৎ নেই। সূত্রের তথ্য মতে, কূটনীতিকদের সঙ্গে মূলত বিরোধীদল হিসেবে জাতীয় পার্টির অবস্থান ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন রওশন এরশাদ। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও এ সময় উপস্থিত থাকবেন। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘বিরোধীদলের নেতা কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে আমরা সবাই থাকব।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়