Friday, February 13

বিরাটের কেন বেহাল দশা?


ক্রীড়া ডেস্ক, কানাইঘাট নিউজ: তাকে তুলনা করা হয় শচীনের সঙ্গে। বলা হয়, ভারতীয়দের মধ্যে যদি কেউ শচীনের রেকর্ড ভাঙতে পারেন, সে হবেন বিরাট কোহলি। ক্যারিয়ারের শুরু থেকে বিরাট এই তুলনার প্রতিদানও দিয়ে যাচ্ছেন। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ সময়ে তিনি খেই হারিয়ে ফেলেছেন। আর তাই তাকে নিয়ে চিন্তার শেষ নেই ভারতীয়দের। বিরাটের কেন এমন অবস্থা? এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশ বেগ পেত হচ্ছে। কারণ ফর্মহীন একজন ব্যাটসম্যান যে ধরনের আচরণ করেন বিরাট ২২ গজে কিন্তু তেমন করছেন না। তাছাড়া গত কয়েক ম্যাচে তিনি যে ধরনের বলে আউট হয়েছেন, তাতে তার ফর্মহীনতার কোনো লক্ষণই নেই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আসলে সেই চিরাচরিত ‘ভারতীয় প্রথায়’-বাউন্সি উইকেটের ভূত। বিরাট অস্ট্রেলিয়ার মাটিতে যে শট খেলে আউট হচ্ছেন, ভারতের মাটিতে সেই শটে তিনি ছক্কাও পেয়েছেন! কিন্তু অস্ট্রেলিয়ায় বাড়তি বাউন্সের জন্য তা ক্যাচ হয়ে যাচ্ছে। ফাস্ট উইকেটে শট সিলেকশন তার ঠিকঠাক মতো হচ্ছে না। সার্ফেস যখনই ফাস্ট হচ্ছে, তখনই তিনি স্টিয়ার করে যে শটটা খেলছেন, তাতেই আউট হচ্ছেন। বেশির ভাগ সময় থার্ডম্যানেই ধরা পড়ছেন এই তারকা ব্যাটসম্যান। অথচ একই শট খেলার সময় শেন ওয়াটসনরা ব্যাটটা স্কুপ করেন না, বরং নামান। তাই বলও সেফ ল্যান্ড করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়