ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান তার কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব-উন-নবী-খান সোহেল।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই অভিযোগ করেন।
মির্জা আব্বাস ও হাবিব-উন-নবী-খান সোহেল বলেন, “আজ শাজাহান খান ভাড়াটে কিছু লোকজন হাজির করে খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করতে চেয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মনে করি, সরকারের উপরের মহলের নির্দেশে নৌমন্ত্রীর এই কর্মসূচি চরম উস্কানিমূলক।”
নেতৃদ্বয় বলেন, “শাহজাহান খান ঘেরাও কর্মসূচির নামে বেগম খালেদা জিয়াকে বন্দী করার হুমকি দিয়ে চরম দুঃসাহস দেখিয়েছেন। শিগগিরই গণতন্ত্রকামী জনগণ আন্দোলনের মাধ্যমে তার এই হুমকির সমুচিত জবাব দেবে।”
তারা বলেন, “গণআন্দোলনে হিতাহিত জ্ঞান হারিয়ে দখলদার সরকার বেগম খালেদা জিয়াকে টার্গেট করেছে। তারা রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের মাধ্যমে গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ, টেলিফোন লাইন, ডিস লাইন কেটে দিয়ে খালেদা জিয়াকে নেতা-কর্মী থেকে বিচ্ছিন্ন করে রাখার অপচেষ্টা চালিয়েছে। এখন কার্যালয়ে খাবার প্রবেশেও বাধা দেয়া হচ্ছে।”
‘অবরোধ-হরতাল ডেকে খালেদা জিয়া কার্যালয়ে অবস্থান করে পেট্রোল বোমা হামলার নির্দেশ দিচ্ছেন’- সোমবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আব্বাস ও সোহেল বলেন, “বিএনপি পেট্রল বোমার এই ঘৃণ্য রাজনীতি কোনোদিনই করেনি, আগামীতেও করবেনও না। স্বতস্ফূর্ত আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকারই বোমার রাজনীতি করছে।
তারা বলেন, “প্রধানমন্ত্রী আন্দোলন দমনের নামে দেশজুড়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন। গুম, খুন, গ্রেপ্তার ও নির্যাতনই সরকারের কোনো সফলতা নেই। দেশের নাগরিকদের এভাবে রক্ত ঝরিয়ে প্রধানমন্ত্রী কী অর্জন করতে চান, আমরা তা জানতে চাই।”
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়