Tuesday, February 10

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি কাদের সিদ্দিকীর স্ত্রী


ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন সিদ্দিকী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি পুত্র-কন্যাসহ গণভবনের গেটে গিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেন। এ সময় দায়িত্বরত কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী বাইরে আছেন। তাছাড়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে হলে আগে থেকেই অনুমতি নিয়ে আসতে হবে। তারা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর সঙ্গে যোগাযোগ করে আসারও পরামর্শ দেন। পরে সেখানে ২০ মিনিট অবস্থানের পর নাসরিন সিদ্দিকী ফিরে আসেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য তিনি পরে আবারও চেষ্টা করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, স্বামী কাদের সিদ্দিকীর অবস্থানের কারণ জানাতে এবং পুলিশি হয়রানির প্রতিকার চাইতে নাসরিন সিদ্দিকী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন বলে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়