Friday, February 13

আজীবন অভিনয়ের সঙ্গে থাকতে চাই


মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি বিজ্ঞাপনে কাজ করলেন। পাশাপাশি টেলিভিশন ও মঞ্চেও সমান ব্যস্ত। এসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আজকের 'আলাপন' বিভাগে কী নিয়ে আপনার বর্তমান ব্যস্ততা? সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছি। এটি পোলট্রি ফিডের পণ্য। শিগগিরই এটি প্রচারে আসবে। এছাড়া বৃন্দাবন দাসের লেখা একুশে ফেব্রুয়ারির নাটকে কাজ করলাম। সেটি ভাষা দিবসে চ্যানেল আইয়ে প্রচার হবে। এর সঙ্গে একখ- ও ধারাবাহিক নাটকের কাজ করে যাচ্ছি নিয়মিত। এবারের একুশের বইমেলায় গেছেন? প্রতি বছরই বেশ উৎসাহের সঙ্গে বইমেলায় যাই। তবে অভিনয়ের ব্যস্ততায় এবার এখনও যাওয়া হয়নি। ইচ্ছা আছে কয়েক দিনের মধ্যে বইমেলায় যাওয়ার। আপনাকে আরণ্যক নাট্যদলের নতুন নাটকে দেখা যায় না কেন? দলের জনপ্রিয় নাটক 'রাঢ়াঙ' ও 'চে'র সাইকেল' এ নিয়মিত কাজ করছি। গেল মাসেও এ দুইটি নাটকের শো করেছি। তবে টিভি মিডিয়ার ব্যস্ততার জন্যই ইচ্ছা থাকা সত্ত্বেও নতুন নাটকে সেভাবে সময় দেয়া হয় না। সামনে সুযোগ হলে নিয়মিত হব। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কীভাবে দেখছেন? দেশব্যাপী রাজনৈতিক যে অস্থিরতা চলছে, তা খুব দ্রুত বন্ধ হওয়া উচিত। প্রতিদিনই রাস্তার বের হই অজানা একটা আতঙ্ক নিয়ে। আমি একজন সচেতন শিল্পী হিসেবে এসব ঘৃণ্য রাজনীতি, বোমাবাজির তীব্র নিন্দা জানাই। মিডিয়ায় কাজ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি? পরিকল্পনা একটাই- আজীবন অভিনয়ের সঙ্গে থাকতে চাই। এছাড়া আর কোনো চাওয়া নেই। শিহাব ফারুক

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়