Saturday, February 14

তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী


নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের সদর উপজেলার সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর তৃতীয় সেতু এবং ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা এলাকায় চারলেন বিশিষ্ট ভুলতা ফ্লাইওভারের ভিত্তিপ্রস্থরের উদ্বোধন করেছেন। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, একে এম শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাডভোকেট হোসনে আরা বাবলী প্রমুখ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সৈয়দপুর ও বন্দর উপজেলার মদনগঞ্জ পয়েন্টে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। একই সময় তিনি ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতায় চার লেন বিশিষ্ট ভুলতা ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুমন্ত্রী জানান, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের আওতায় ৩৭৭.৬৩ কোটি টাকা ব্যয়ে শীতলক্ষ্যা তৃতীয় সেতু করা হচ্ছে। আর ভুলতা ফ্লাইওভার বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ২৩৯.৭৭কোটি টাকা ব্যয়ে করা হবে। ভুলতা ফ্লাইওভারের দৈর্ঘ্য ১২৩৪ মিটার প্রস্থ ১৭ দশমিক ২০ মিটার (চার লেন বিশিষ্ট)। পরে সেতুমন্ত্রী প্রকল্প দুইটির ফলক উন্মোচন করেন। প্রসঙ্গত, ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাট এলাকাতে সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেছিলেন। কিন্তু সেতু আলোর মুখ দেখেনি। নারায়ণগঞ্জের বন্দরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা শীতলক্ষ্যা নদীর উপর তৃতীয় সেতু। এ সেতু নির্মাণ হলে বন্দরবাসীর শত বছরের দুঃখ ঘুচবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়