ঢাকা: বাল্যবিবাহের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স ১৮ বছরই থাকবে। এর কম করা হবে না। সম্ভব হলে বয়স বাড়ানোর চেষ্টা করা হবে।
শনিবার দুপুরের দিকে রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।
‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইউএনএফপিএ ও প্রথম আলো।
নাসিম বলেন, নারীর ক্ষমতায়নের পাশাপাশি বাড়ছে নারীর সক্ষমতা। রাষ্ট্র তাদের সক্ষমতা বাড়ার সুযোগ করে দিয়েছে। যখন শিক্ষক নিয়োগ হয় তখন আমরা নারীদেরকে প্রাধান্য দেওয়ার কথা বলে দেই।
তিনি আরও বলেন, রাষ্ট্র ও সরকার সব কাজ করতে পারে না। রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। মানসিকতা ও সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হবে। রাষ্ট্রকে নারীদের এগিয়ে আসার সুযোগ করে দিতে হবে। নারীদের সর্বক্ষেত্রে আসার সুযোগ করে দিয়েছে রাষ্ট্র ও সরকার।
স্বাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সিনেমাগুলোর জনপ্রিয়তার মাপকাঠি হচ্ছে নারীদের প্রতি ভায়লেন্স। আমরা এগুলো বন্ধ করার কথা বলছি না। তবে এটা আমাদের সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে।
মন্ত্রী আরও বলেন, পৃথিবীর যে কোনো দেশের পরিবর্তন-উন্নয়ন-সমৃদ্ধির জন্য কাজ করে রাজনীতিবিদরা। সারা দুনিয়ায় রাজনীতিবিদরা সব সৃষ্টি করেছে। তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে। রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদই, অন্য কেউ হতে পারে না।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি, সিডোর সাবেক চেয়ারপারসন সালমা খান, আইন কমিশন সদস্য এম শাহ আলম, পরিকল্পনা কমিশন সদস্য শামসুল আলম, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম এটিএন বাংলার বার্তা সম্পাদক শাহনাজ মুন্নি, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
Saturday, February 28
এ সম্পর্কিত আরও খবর
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার, নেতৃত্বে প্রধান উপদেষ্টা ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের স
ব্যাকপেইন দূর করতে নিয়মিত ব্যায়াম মরিয়ম চম্পা: মেরুদণ্ড ও কোমরে ব্যথা যেন একটি সর্বজনীন রোগে পরিণত হয়েছে। পাশ্চাত্যের একটি গবেষ
বিড়াল পোষা সুন্নত কী? বিড়াল গৃহপালিত অতি আদুরে ছোট একটি প্রাণী। ইসলামে বিড়াল পোষা জায়েজ। অনেক সাহাবি বিড়াল পাল
ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন মারা গেছেন। এছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়
হজে গিয়ে মারা গেলে করণীয় কী? ছবি: অন্তর্জালইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের চতুর্থ রোকন হলো হজ। তাই সামর্থ্য থাকলে অযথা অবহেলা বা
কানাইঘাটকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রীনিজস্ব প্রতিবেদক :সিলেটের কানাইঘাট উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করেছেন প্রধানম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়