Tuesday, February 10

সবুজে বাঁধি ঘর


গাজী মুনছুর আজিজ: তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীদের চেয়ে তারা একটু ব্যতিক্রমী। সবুজ নিয়ে ভাবনা তাদের। নেতৃত্ব দেন সবুজের। 'লিডিং গ্রিন'-এর কার্যক্রম গাছ নিয়ে। ঠিক গাছ নিয়ে নয়- এ ভাবনায় যুক্ত পরিবেশও। আর সেই ভাবনা থেকেই তারা নেমেছেন পরিবেশ রক্ষার আন্দোলনে। তাদের এ আন্দোলনের অন্যতম মাধ্যাম মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা। এখন পর্যন্ত তাদের এ উদ্বুদ্ধকরণ প্রচারণায় সারা দেশে ৫ হাজারের বেশি মানুষ নিজ নিজ এলাকায় গাছ লাগিয়েছে। মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা এ দলটির অন্যতম উদ্যোক্তা মাহমুদুল বাসিত। তার সঙ্গে আরও আছেন তাহসীন হাবিব অর্ণব, সামী রাতুল, এলমা তাসনীম মাহমুদ, জিনিয়া আলম প্রমুখ। তারা সবাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের সংগঠনের নাম- লিডিং গ্রিন। এ সংগঠনের ব্যানারেই তাদের গাছ লাগানোর এ কার্যক্রমের শুরু গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে। শুধু গাছ লাগানো নয়, এ সংগঠনের সদস্যরা বিভিন্ন বস্তি এলাকায় গিয়ে সেখানকার শিশুদের ব্রাশ, টুথপেস্ট, সাবানসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে। এছাড়া এসব বস্তিবাসীকে তারা স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতন করতেও নিয়মিত কাজ করছে। বিতরণ করেছে শীতের পোশাকও। লিডিং গ্রিনের অন্যতম উদ্যোক্তা মাহমুদুল বাসিত বলেন, 'পরিবেশ সতেচনতা বিষয়ে অনেকে অনেকভাবে কাজ করছে। তবে আমরা একটু ব্যতিক্রমীভাবে এগোচ্ছি। সেটা হলো, আমরা আমাদের কার্যক্রমকে প্ল্যান্ট এ ট্রি চ্যালেঞ্জ নামক একটি ক্যাম্পেইনের মাধ্যমে করছি। এ কর্যক্রম আমরা করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতার মাধ্যমে।' লিডিং গ্রিনের অন্যতম সদস্য জিনিয়া আমল বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে গিয়ে সবাইকে বলি নিজ নিজ এলাকায় গাছ লাগাতে এবং গাছ লাগানোর সেই ছবিটি আমাদের পাঠাতে। তাদের পাঠানো ছবিটিই প্রমাণ করে, আমাদের গাছ লাগানোর এ কার্যক্রমের সফলতা ও গাছের সংখ্যা। আর আমাদের এ কর্যক্রমে সাড়া দিয়ে দেশের পাঁচ হাজারেরও বেশি মানুষ গাছ লাগিয়েছেন এবং ছবি পাঠিয়েছেন।' লিডিং গ্রিনের আরেক সদস্য তাসনীন হাবিব অর্ণব বলেন, 'সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজসহ আরও অনেক বিখ্যাত মানুষও গাছ লাগিয়ে ছবি পাঠিয়ে আমাদের এ কার্যক্রমে অংশ নিয়েছেন।' এলমা তাসনীম মাহমুদও লিডিং গ্রিনের সদস্য। তিনি বলেন, 'আমরা এ কার্যক্রম সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে কাজ করছি।' আগামীতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা তাদের। পুরো দেশটাকে সবুজে সাজিয়ে দিতে চান তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়