Monday, February 16

সংসদে জাপা-বিএনএফ মুখোমুখি


ঢাকা: কূটনৈতিক জোন হিসেবে পরিচিত রাজধানীর গুলশান-বনানী থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক কার্যালয় সরানোর দাবি নিয়ে সোমবার সন্ধ্যায় সংসদে হট্টগোল হয়েছে। ওই এলাকার এমপি বিএনএফফের আবুল কালাম আজাদ ওই দাবি করেন। একইসঙ্গে তিনি বিরোধী দলকে সরকারের অনুগত, পোষ্য ও দালাল বলে অভিহিত করেন। এসময় ক্ষিপ্ত হয়ে ওঠেন জাপার এমপিরা। কয়েকজন এমপি তেড়ে যান তার দিকে। পরিস্থিতি সামলাতে ছুটে আসেন চিফ হুইপ আসম ফিরোজ। হাজী সেলিমসহ স্বতন্ত্র কয়েক এমপি আসন থেকে উঠে জাতীয় পার্টির এমপিদের শান্ত করার চেষ্টা করেন। এসময় ডেপুটি স্পিকার সবাইকে শান্ত হতে মাইকে অনুরোধ জানিয়ে আবুল কালাম আজাদের বক্তব্য পরীক্ষা-নীরিক্ষা কর এক্সপাঞ্জ করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। পয়েন্ট অব অর্ডারে বিএনএফের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ বলেন, আমরা নির্বাচনী এলাকাতেই বিএনপির কার্যালয়। এই কার্যালয় থেকেই নাশকতা, অপরাজনীতি ও বোমাবাজির সন্ত্রাসের রাজনীতি পরিচালিত হচ্ছে। এ সময় তিনি গুলশান-বনানী-বারিধারার কূটনৈতিক এলাকা থেকে বিএনপির কার্যালয়, এরশাদের রাজনৈতিক কার্যালয়সহ সব রাজনৈতিক কার্যালয় অপসারণের দাবি জানালে অধিবেশন হট্টগোলের সূত্রপাত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়