বিনোদন ডেস্ক:
২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান মঞ্চ, টিভি ও বড় পর্দার শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদি। আজ তার তৃতীয় মৃত্যুবার্ষিকী। পারিবারিকভাবেই তার মৃত্যুবার্ষিকী পালন করা হবে বলে জানা গেছে। হুমায়ুন ফরীদির ছিল এক বর্ণাঢ্য অভিনয় জীবন। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে অভিনয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ফরীদি ১৯৫২ সালের ২৯ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হন। এরপর নাটক ও ছবিতে নিয়মিত অভিনয় শুরু করেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্রসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- 'শ্যামল ছায়া', 'জয়যাত্রা', 'হুলিয়া', 'একাত্তরের যিশু', 'দহন', 'সন্ত্রাস', 'ব্যাচেলর' প্রভৃতি। উল্লেখযোগ্য টিভি নাটক হলো 'সংশপ্তক', 'নীল নকশার সন্ধানে', 'দূরবীন দিয়ে দেখুন', 'ভাঙনের শব্দ শুনি' ইত্যাদি।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়