Tuesday, February 10

খোকা ভাই দেশে আসেন: মায়া


ঢাকা: ‘সরকার সংলাপে বসলে সব ঠিক হয়ে যাবে’ বিএনপি নেতা সাদেক হোসেন খোকার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন,‘বিদেশে বসে মাতবরি করছেন কেন? খোকা ভাই দেশে আসেন। দেখি আপনি কি করতে পারেন? বিদেশে পালিয়ে গিয়ে এভাবে কথা বলা মানায় না। আপনাকে মোকাবেলা করতে এ দেশের জনগণ প্রস্তুত।’ মঙ্গলবার সকালে রাজধানী বঙ্গবন্ধু ইস্টিডিয়ামের ১ নং গেটে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত বিরোধী জোটের হরতাল-অবরোধের বিরোধী মানববন্ধনে তিনি এ কথা জানান । বুদ্ধিজীবীদের সমালোচনা করে ঢাকা মহানগর আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, সংলাপ সংলাপ করে কোন লাভ হবে না। ২০১৯ সালের এক ঘণ্টা আগেও নির্বাচন হবে না। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘড়-বাড়ি থাকা সত্বেও কি কারণে অফিসে থাকছেন, তার রহস্য খুজে বের করা হবে। মায়া বলেন, বিএনপি নেত্রীর পায়ের তলায় মাটি নেই। নেতাকর্মী, বিদেশি বন্ধু এমনকি সাধারণ জনগণও তার পাশে নেই। তিনি একা একা ঘরের মধ্যে জীবন কাটাচ্ছেন। তিনি বলেন,খালেদা জিয়ার সব কিছু বন্ধ হয়ে গেছে। তার নেতাকর্মীরাও এখন কথা শুনে না। তাই ক্ষমতায় যাওয়ার জন্য তিনি এখন সন্ত্রাসীদের দিয়ে পেট্রলবোমা মারছেন। সন্ত্রাসীরাই তার শেষ ভরসা। খালেদা জিয়ার উদ্দেশ্যে মায়া বলেন, এ পর্যন্ত দেশের ৫৮ জন সাধারণ মানুষকে হত্যা করছেন। এর পুরো হিসাব আপনাকে দিতে হবে। নাশকতাকারী ও হুকুমদাতা কাউকে ছাড় দেয়া হবে না। ত্রাণমন্ত্রী বলেন, খালেদা জিয়ার একটাই কথা- কিসের পরীক্ষা, কিসের কি? এইনা হলো বিএনপি।তিনি জাতিকে মেধা শূন্য করতে ছোট ছোট ছেলে-মেয়েদের ভবিষ্যত নষ্ট করছেন। সংগঠনের সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়