ক্রীড়া ডেস্ক,কানাইঘাট নিউজ:
আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। রাতে ওই সময় বাড়িতেই ছিলেন গৃহকর্তা মারিয়া।
ম্যানচেস্টারের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত শনিবার রাতে এই ঘটনা ঘটে।
দ্য সান জানায়, তিন সদস্যের অস্ত্রধারী একটি ডাকাতদল স্থানীয় সময় রাত আটটার দিকে মারিয়ার বাড়ির বাইরের দরজায় আঘাত করতে থাকেন। কিন্তু হঠাৎ একটি অ্যালার্ম বেজে ওঠায় তারা পালিয়ে যান।
ওই দিন সন্ধ্যায় ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ ছিল সাবেক এই রিয়াল তারকার। ম্যাচের প্রায় ঘণ্টাখানেক পরে ডাকাত দল মারিয়ার বাড়িতে হানা দেয়।
এই ঘটনার পর মারিয়ার স্ত্রী এবং সন্তানকে ম্যানচেস্টার ইউনাইটেডের নিরাপত্তারক্ষীরা হোটেলে নিয়ে আসেন। মারিয়া দম্পতিকে রাখা হয় কঠোর নিরাপত্তার চাদরে।
চিশিয়ার পুলিশ বিষয়টি তদন্তের কথা নিশ্চিত করেছে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়