Thursday, February 12

শুকনা খাবারেই বেঁচে আছেন খালেদার স্টাফরা


ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত রান্না করা খাবার সরবরাহ করা হয়নি। শুকনা খাবার খেয়েই খালেদা জিয়া ও কার্যালয়ের কর্মকর্তারা দিনাতিপাত করছেন। সর্বশেষ গতকাল বুধবার রাত সাড়ে আটটায় খালেদা জিয়ার কার্যালয়ে খাবার নিয়ে গেলে বাধা দেয় পুলিশ। এরপর আজ বৃহস্পতিবার সকালেও নাস্তা যায়নি। এ বিষয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে ম্যাডামের জন্য সর্বশেষ খাবার প্রবেশ করেছে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আর কোন খাবার প্রবেশ করতে দেয়নি। গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরা বুধবার রাত থেকে মজুদকৃত শুকনা খাবার খেয়ে আছেন বলে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম জানান। বেগম খালেদা জিয়া তাহলে কী খাচ্ছেন- এই প্রশ্নে উত্তরে দিদার বলেন, খোরমা খেজুর, মুড়ি খাচ্ছেন। আর বুধবার রাতে ম্যাডামের জন্য যে খাবার এসেছিল ওই খাবার এখনও আছে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়