Tuesday, February 10

বেঁচে গেলেন আনুশকা


বিনোদন ডেস্ক: অভিনয় আর প্রযোজনার কাজ একসঙ্গে করছেন আনুশকা শর্মা। ছবির নাম 'এনএইচ টেন'। পারফেকশনের কথা বিচার করে কম্পিউটার গ্রাফিঙ্ বাদ দিয়ে সত্যিকারের লোকেশনের ওপরই আস্থাশীল হয়েছিল 'এনএইচ টেন' টিম। তারই অংশ হিসেবে পুরো ঝড়ের মাঝেই একদিন হচ্ছিল শুটিং। প্রায় ১৫০ ফুট ওপরে আলোকসজ্জার অংশ হিসেবে ক্রেন দিয়ে ঝোলানো ছিল লাইটিং যন্ত্রপাতি। শুরু হলো শুটিং। দৃশ্যের প্রয়োজনে আনুশকাও দৌড়ে আসছিলেন ওই বিশাল ওজনের ঝোলানো বাতিগুলোর নিচ দিয়ে। হঠাৎ আনুশকা খেয়াল করলেন ঝড়ের তোড়ে ঝোলানো বাতির একাংশের দড়ি ছিঁড়ে খুলে পড়ার উপক্রম। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে নির্ঘাত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান আনুশকা। বিষয়টা খেয়াল না করলে হয়তো যাচ্ছে-তাই কিছু একটা হয়ে যেতে পারত বলে দাবি ছবিটির শুটিং টিমের কিছু সদস্যেরও। ইন্ডিয়ান এঙ্প্রেস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়