Tuesday, February 3

রুপনগরে যুবকের লাশ উদ্ধার


ঢাকা: রাজধানীর মিরপুরের রুপনগর থানার রুস্তুমপুর বেরিবাঁধ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। মঙ্গলবার বিকেলে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রুপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান বলেন, মঙ্গলবার বিকাল ৪টার সময় রুপনগর থানার রুস্তুমপুর বেরিবাঁধের রেডিমেন্ট ও ক্রাউন সিমেন্টের মাঝামাঝি স্থান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক (৩২) বছর। নিহতের পরনে ছিল ফুলহাতা সোয়েটার, লাল ফুলহাতা গেঞ্জি ও জিন্সের ফুল প্যান্ট। নিহত যুবকের বুকে জখমের চিহ্ন রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়