কানাইঘাট নিউজ ডেস্ক:
বিশাল আকৃতির এক সিল এবং অক্টোপাসের মারামারি যেনো কুরুক্ষেত্রে বাঁধিয়ে দেয় কয়েক মুর্হূতের জন্যে। কানাডিয়ান ফটোগ্রাফার বব অ্যায়ানসনের তোলা ছবির মাধ্যমে ইন্টারনেটের বদৌলতে শ্বাসরুদ্ধকর সেই লড়াইয়ের ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।
গত সোমবারে হঠাৎই অ্যায়ানসন দেখতে পায় সিল এবং অক্টোপাস নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বাঁধিয়েছে। ব্যস অমনি থেমে থাকেননি এই চিত্রগ্রাহক। সঙ্গে সঙ্গে ক্যামেরা বের করে শুরু করেন ছবি তোলা।
অ্যায়ানসন বলেন, ‘প্রথমে আমি মনে করেছিলাম দুটো সিল মারামারি করছে। কিন্তু যখন এগুলো পানির একটু উপরে উঠে আসে তখন দেখলাম দুটো সিল নয়, বরং একটি সিল এবং একটি অক্টোপাস।’সিল বনাম অক্টোপাস!
অ্যায়ানসন আরও বলেন, ‘একটু পরে মনে হলো সিলটা মুখে করে অক্টোপাসকে উপরে তুলে এনে, আমাদের দেখাতে চাইছে যে, দেখো আমি কী করেছি।’ উচ্ছসিত অ্যায়ানসন বলেন, ‘ওই সময়ে সিলের চোখেমুখে দাম্ভিকতার ছাপ স্পষ্ট ছিল।’
সিলটি প্রায় সাড়ে চার ফুটের মতো লম্বা ছিল এবং অক্টোপাসকে প্রায় দশমিনিট মুখে আটকে রেখেছিল। অ্যায়ানসনের ছবি দেখে অক্টোপাসের ওজন সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। মনেটারি বে অ্যাকুরিয়ামের তথ্য মতে, প্রত্যেকটি জায়ান্ট প্যাসিফিক অক্টোপাসের ওজন সাধারনত ৫০ পাউন্ডের মতো হয়ে থাকে। সর্বোচ্চ ৬০০ পাউন্ড ওজনের সিলও ওই অ্যাকুরিয়ামে ছিল। তবে এই সিলটির ওজন সম্ভবত ৩০ পাউন্ড হবে বলে ধারনা করা হয়।
সিল ও অক্টোপাসের এ লড়াইকে কোনোক্রমেই একতরফা বলা যাবে না। কারন অক্টোপাসও তিনবার টেনে সিলকে পানির নিচের নামিয়ে নিয়ে যায়। প্রথম দুবার সিলের সঙ্গে উপরে উঠে আসে অক্টোপাসও। কিন্তু তৃতীয়বার আর পেরে উঠেনি। এছাড়া সিলের নিয়মিত খাবার হিসেবেও অক্টোপাসকে ব্যবহার করা হয়। কিন্তু এক্ষেত্রে বিশাল আকৃতির অক্টোপাসের সঙ্গে পেরে উঠেনি সিলটি।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়