কানাইঘাট নিউজ ডেস্ক:
মাঝ আকাশে শ্লীলতাহানির চেষ্টা। সম্প্রতি বিমানের ভিতর নারী সহযাত্রীর শ্লীলতাহানি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হয়েছেন এক বৃদ্ধ। ঘটনার পর শুধু প্রতিবাদই নয়, অপরাধীর স্বীকারোক্তি ও ক্ষমা প্রার্থনার ভিডিও ফুটেজও রেকর্ড করেছেন নির্যাতিতা নারী। তার জেরে বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।
গত জানুয়ারি মাসের শেষ দিকে ভারতের ভুবনেশ্বরগামী বিমানে এক নারী যাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়। তাঁর আসনের ঠিক পিছনে বসা বৃদ্ধ সিটের মাঝের ফাঁকা অংশে হাত গলিয়ে নারীর শরীর ছোঁয়ার চেষ্টা করেন। প্রতিবাদ জানাবার পর কিছুক্ষণ চেষ্টায় বিরতি দেয় দুষ্কৃতী।
কিন্তু বিমান ভুবনেশ্বর বিমানবন্দরে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে ফের সিটের ফাঁকে হাত গলিয়ে নারীর দেহ ছুঁতে চায় ওই বৃদ্ধ। এবার বিমানের সমস্ত যাত্রীদের সামনে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন নির্যাতিতা। শুধু তাই নয়, মোবাইল ফোনের ক্যামেরায় অভিযুক্তের ভিডিও ফুটেজ রেকর্ড করতে শুরু করেন।
ক্যামেরা তাক করার পর হকচকিয়ে যায় ওই বৃদ্ধ। নীচু স্বরে ওই নারীর কাছে ক্ষমা ভিক্ষা করলেও দমেননি নির্যাতিতা। উল্টে চড়া সুরে দুষ্কৃতীকে জেরা করেন তিনি। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের সহায়তা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানালে দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়।
বিমান থেকে নামার পর অবশ্য অত্যন্ত অস্বস্তিতে পড়েন ওই বৃদ্ধ। বার বার বোঝানোর চেষ্টা করেন যে তিনি ভুল করে ফেলেছেন। কিন্তু তাঁকে সহজে রেহাই দেয়নি পুলিশ ও অভিযোগকারী ওই নারী যাত্রী। পরবর্তীকালে বৃদ্ধের অশালীন আচরণের কথা বিস্তারিত জানিয়ে তাঁর ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নির্যাতিতা।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়