তথ্য প্রযুক্তি ডেস্ক:
ন্দোনেশিয়ার গবেষক হেলানি গালপায়ার বিস্মিত হয়ে খেয়াল করলেন বিষয়টি। আসলেই বিস্ময়কর! লাখ লাখ ফেসবুক ব্যবহারকারী জানেনই না, ইন্টারনেট জিনিসটা কী? তিনি এ নিয়ে একটি জরিপ পরিচালনা করে দেখলেন, ইন্দোনেশিয়ার নাগরিকরা মনে করেন, তারা ইন্টারনেট ব্যবহার করেন না; তো ফেসবুক কীভাবে চলে! তা কে জানে? তবে মহানন্দে ফেসবুক ব্যবহার করে ইন্দোনেশিয়ার লাখো মানুষ। লিরনে এশিয়া নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান গালপায়ারের পর আফ্রিকায়ও এ চিত্র দেখতে পেয়েছেন রিসার্চ আইসিটি আফ্রিকার গবেষক ক্রিস্টোফ স্টর্ক। তিনি তথ্য দিয়েছেন এভাবে_ ইন্টারনেট ব্যবহারকারীর চেয়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। ফেসবুকের হেড অব অপারেশন্স শেরিল স্যান্ডবার্গও স্বীকার করেন, ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই জানেন না, তারা ইন্টারনেট ব্যবহার করছেন। বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে তারা হয়তো ইন্টারনেটের কথা ভুলেই যাবেন একসময়। অবশ্য ইন্টারনেট ব্যবহারকারী আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা নির্ধারণ প্রক্রিয়ায় কিছুটা পার্থক্য আছে।
ইন্টারনেট ব্যবহারকারীদের বিষয়টি তদারক করে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। আর ফেসবুক ব্যবহারকারীদের তথ্য আসে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে। যারা ইন্টারনেট বা ফেসবুকে বিজ্ঞাপন দেন, তারাই ব্যবহারকারীবিষয়ক তথ্য সংগ্রহ করেন। ইন্দোনেশিয়ার গালপায়া বা আফ্রিকার স্টর্কের গবেষণার সূত্র ধরে এগোলে দেখা যাবে, এ রকম গবেষণা বা জরিপ অনেকেই করেছেন। ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ায় একই ধরনের গবেষণা চালিয়েছে জিওপোল নামের একটি সংস্থা। নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ায় জরিপের প্রশ্ন ছিল ফেসবুক থেকে লিঙ্ক পেয়ে অন্য সাইটে যান কিনা। এর মধ্যে যারা ফেসবুক ব্যবহার করেন, ইন্টারনেট নয়, তাদের উত্তর ছিল_ 'না'। আর যারা বোঝেন ইন্টারনেট কী, তারা বলেছেন 'হ্যাঁ'। হয়তো একসময় মানুষ ডিভাইস কিনবে শুধু ফেসবুক ব্যবহার করার জন্য। যোগাযোগের আর সব মাধ্যম জনশূন্য হয়ে যাবে। কী ভয়াবহ বিপদ হবে, তখন ভাবা যায়।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়