নিজস্ব প্রতিবেদক:
ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কানাইঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি সফির উদ্দিন (৭০) বৃহস্পতিবার তাঁর নিজ বাড়ী বীরদল খালপার গ্রামে ইন্তেকাল করেছেন। শুক্রবার সকাল ১০টায় বীরদল ফালজুড় প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামায অনুষ্ঠিত হয়।
জানাজার নামাযে কানাইঘাট ও সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
এদিকে কানাইঘাট শিক্ষক সমিতির সাবেক সভাপতি সফির উদ্দিনের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, শিক্ষক সমিতির কানাইঘাট উপজেলা শাখার সভাপতি জার উল্লাহ ও সচিব ফজলুর রহমান এবং শিক্ষক নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়