নিজস্ব প্রতিবেদক:
গত শুক্রবার কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আ’লীগের দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে ১০জন আহত ৪টি মোটর সাইকেল সহ মঞ্চ ভাংচুরের ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। সিওমেক হাসাপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন লক্ষীপ্রসাদ ইউপির সোনাতন পুঞ্জি গ্রামের আ’লীগ নেতা মোঃ তোতা মিয়া বাদী হয়ে স্থানীয় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে আসামী করে শনিবার জামিন অযোগ্য ধারায় এ মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১০ তাং, ১৪/০২/২০১৫ইং। এ ঘটনায় থানা পুলিশ গত শুক্রবার সুরইঘাট বাজার থেকে এফআইআর ভুক্ত আসামী ছাত্রলীগ কর্মী মুন্না চক্রবর্তীকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়