বাংলাদেশেও চালু হতে পারে ফ্রি ইন্টারনেটভিত্তিক ফেসবুক সুবিধা। ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পটির ব্যাপারে এমনটাই জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ এর সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানাতে রোববার এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে তিনি এ কথা বলেন। ভারপ্রাপ্ত আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসিস সভাপতি শামীম আহসান, বিসিসি নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম এবং বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল। প্রতিমন্ত্রী বলেন, 'দক্ষিণ আফ্রিকা ও আমেরিকার পর বাংলাদেশেও বিনামূল্যে ইন্টারনেট চালু করতে এরই মধ্যে আইসিটি বিভাগের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। সম্মেলনের শেষ দিন দুপুরের পর 'প্রোমোটিং ইন্টারনেট অ্যাকসেস অ্যান্ড ইকোনমিক গ্রোথ ইন বাংলাদেশ' শীর্ষক কনফারেন্সে এ নিয়ে হালনাগাদ তথ্য পাওয়া যাবে। 'ফিউচার ইজ হিয়ার' সেস্নাগানে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার বিকালে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় এ উৎসব। এক প্রশ্নের জবাবে পলক বলেন, 'শুধু সফটওয়্যার আর আউটসোর্সিং নয়, হার্ডওয়্যারের ক্ষেত্রেও কাজ হচ্ছে। কম্পিউটার হার্ডওয়্যার অ্যাসেম্বলি প্লান্ট হয়েছে। স্মার্টফোনে দেশি ব্র্যান্ড জনপ্রিয়তা পাচ্ছে। এজন্য বাজেটে প্রণোদনা প্যাকেজ রাখা হয়েছে।' সংবাদ সম্মেলনে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ এর নানা আয়োজন তুলে ধরেন বেসিস সভাপতি শামীম আহসান। -প্রযুক্তি ডেস্ক
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়