Monday, February 16

আইএসকে লক্ষ্য করে মিশরের বিমান হামলা


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: ২১ জন মিশরীয়কে হত্যার পাল্টা জবাবে আইএসের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মিশর। ২১জন খ্রিষ্টান মিশরীয়কে শিরচ্ছেদের ভিডিও প্রকাশের মাত্র ২১ ঘন্টা পরেই এ হামলার করা হয়। এর আগে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তার ভাষনে আইএসের বিরুদ্ধে প্রতিশোধ নেবার ঘোষনা দেন। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদে বলা হয়েছে, মিশরে আইএসের বিভিন্ন ক্যাম্প, প্রশিক্ষণ কেন্দ্র ও অস্ত্রাগারে বিমান হামলা চালানো হয়েছে। এর আগে গতকাল রবিবার আইএস কমলা পোশাক পরিহিত মিশরীয়দের মাটিতে বসিয়ে তাদের শিরচ্ছেদের ভিডিও প্রকাশ করে। নিহতরা সবাই খ্রিষ্টীয় ধর্মালম্বী এবং ডিসেম্বর ও জানুয়ারিতে উত্তর লিবিয়ার সুমুদ্র উপকূল থেকে অপহৃত হয়েছিল। শহরটি বর্তমানে আইএসের নিয়ন্ত্রণাধীন। শিরচ্ছেদের ভিডিওটি অনলাইনে প্রকাশ করে লিবিয়ান জিহাদি গোষ্ঠী। যারা আইএসের পক্ষে কাজ করে যাচ্ছে। এই হত্যাকে মিশরের অন্যতম প্রভাবশালী পত্রিকা ‘আল অজহার’ বর্বরোচিত বলে আখ্যায়িত করেছে। মিশরের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই বিমান হামলা তাদের প্রতিশোধ এবং আইএস এর প্রতি তাদের রক্তের জবাব। মিশর হল সন্ত্রাসের বিরুদ্ধে এক নিরাপদ আবাস। যেসব বিমান এই অভিযানে অংশ নিয়েছিল তারা সকলেই নিরাপদে ফিরে এসেছে বলে বিবৃতিতে জানা যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়