বিনোদন ডেস্ক:
অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতুর’ ছবির শুটিংয়ে অংশ নিতে কাশ্মীরের শ্রীনগরে রয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। যেখানে প্রায়ই সহিংসতা ছড়িয়ে থাকে, সেখানে তিনি বেশ শঙ্কা নিয়েই কাজ করছেন। কিন্তু চিত্রনাট্যের প্রয়োজনে তাকে তো কাজ করতেই হবে। চার দিনের এ শুটিং সফরে অনেক বেশি নিরাপত্তা বলয়ের মধ্যে তাকে থাকতে হচ্ছে। শুক্রবার সেখানে পৌঁছার পর প্রথম দিনের শুটিংয়ে মরণযাত্রার দৃশ্যধারণ করা হয়। সেখানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু-কাশ্মীর পুলিশের সদস্যরা তাকে নিরাপত্তা দিচ্ছেন। সাধারণ কোনো বাহনেও তার চলাচল নিষিদ্ধ। তাছাড়া নিজের কাছে সব সময় একে ফোরটি সেভেন রাইফেল রাখতে হচ্ছে। ইংরেজ সাহিত্যিক চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেকটেশনস’র রূপান্তরে নির্মিত হচ্ছে ‘ফিতুর’ ছবিটি। এতে ক্যাটরিনা ছাড়া আরও অভিনয় করছেন রেখা ও আদিত্য রায় কাপুর। ত্রিভুজ ভালোবাসার এ ছবির বলয়ে রয়েছে কাশ্মীরি ছেলে নূর, তার প্রেমিকা ফিরদাউস এবং বেগম। চলচ্চিত্রের ইউনিট থেকে জানা গেছে, ২০১৪ সালে শুরু হওয়া এ ছবিটির শুটিং খুব শিগগিরই শেষ করতে সবাই অক্লান্ত পরিশ্রম করছেন। সময়ের দিকে একবারেই তাকাচ্ছেন না। চার দিনের এ শুটিংযজ্ঞে ‘ফিতুর’ চলচ্চিত্রটির ইউনিট দিনরাত কাজ করে যাচ্ছে। আরও জানা গেছে, আগের বছরে কাশ্মীরে হয়ে যাওয়া ভয়ঙ্কর বন্যার পর এটিই প্রথম কোনো বলিউডি ছবি। ইন্ডিয়াটুডে
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়