ঢাকা: বাংলাদেশে সদ্য নিযুক্ত আর্জেন্টিনা, লাও পিডিআর ও পোল্যান্ডের রাষ্ট্রদূতরা আজ মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাদের নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন।
অনাবাসিক রাষ্ট্রদূতরা হলেন, আর্জেন্টিনার রাউল আইনাসিও গুয়াস্তাভিং, লাও পিডিআর’র সাউথাম সাকোননিনহোম এবং পোল্যান্ডের তোমাজ লুকাসজুক।
রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন রাষ্ট্রদূতদেরকে স্বাগত জানিয়ে ঢাকায় তাদের দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে স্ব স্ব দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও পর্যটন খাতে।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি ইহসানুল করিম এ খবর জানান।
রাষ্ট্রপতি বাংলাদেশে তাদের অবস্থানকালে সব ধরনের সহায়তা প্রদানেরও আশ্বাস প্রদান করেন।
বৈঠকে রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতিকে বলেন, বাংলাদেশ এবং তাদের নিজ নিজ দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে তারা কাজ করে যাবেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রদূতরা বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাদেরকে পৃথক গার্ড অব অনার প্রদান করে। -বাসস
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়