কানাইঘাট নিউজ ডেস্ক:
নারীর সম্মানের দাম ধার্য করা হচ্ছে প্রঞ্চায়েতের দরবারে। মূল্য নির্ধারক এই ব্যক্তি হচ্ছেন একজন পঞ্চায়েত প্রধান। বিহারে কাটিহার জেলার এক গ্রাম পঞ্চায়েত সদস্য দলিত মহিলাকে ধর্ষণে অভিযুক্ত। সে জন্য পঞ্চায়েত প্রধান মহিলাকে প্রস্তাব দেন, ৪১ হাজার টাকা নিয়ে মুখ বন্ধ রাখতে।
ঘটনায় প্রধান অভিযুক্তের নাম প্রকাশ রবিদাস। তিনি আবার 'বাহুবলী'। পঞ্চায়েত প্রধানের প্রস্তাবে কাজ না হওয়ায় মহিলার স্বামীর গায়ে আগুনও ধরিয়ে দেয় অভিযুক্ত।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পরই ওই মহিলা সরাসরি কাটিহারের পুলিশ সুপার ক্ষত্রনীল সিংয়ের কাছে গিয়ে অভিযোগ জানান। শেষ পর্যন্ত পুলিশ সুপারের তত্পরতায় পুলিশ অভিযুক্তদের মধ্যে এক জনকে গ্রেপ্তার করে। তবে প্রকাশ বেপাত্তা হয়ে গিয়েছে।
পুলিশ জানিয়েছে, ইন্দিরা আবাস যোজনা সংক্রান্ত কাগজপত্র নিয়ে কথা বলার জন্য গ্রামের পঞ্চায়েত ভবনে ওই মহিলাকে ডেকেছিলেন প্রকাশ। মহিলা পৌঁছানোর পর দরজা বন্ধ করে এক সাগরেদকে পাহারায় বসিয়ে মহিলাকে ধর্ষণ করে সে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়