Tuesday, February 10

শ্রম পরিবেশ পরিবেশ করতে সরকার অঙ্গীকারাবদ্ধ


ঢাকা: শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। শ্রমিকদের কর্মক্ষেত্রের পরিবেশ নিরাপদ করতেও এ সরকার অঙ্গীকারাবদ্ধ। মঙ্গলবার বিকালে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী এসব কথা বলেন। চুন্নু জানান, এজন্য ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতিমালা-২০১৩’ সফলভাবে বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা তৈরি করতে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে নীতিমালা বাস্তবায়নের জন্য একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করে প্রতিবেদন পেশ করবে। শ্রম প্রতিমন্ত্রী জানান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শককে আহ্বায়ক করে শ্রমিক, মালিক, সরকার এবং বিশেষজ্ঞ প্রতিনিধিদের নিয়ে ১৩ সদস্যের এই কমিটি করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়