Thursday, February 12

কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধ গুরুতর আহত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সাতবাঁক ইউপির জয়পুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত মঙ্গলবার প্রতিপক্ষের লোকজন আবু ছইদ (৭২) নামে এক বৃদ্ধকে এলোপাতাড়ী কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আহত এ বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একই গ্রামের গোলাম আহমদ (৬০) ও তার পুত্র বিলাল আহমদ (৩৫) কে আসামী করে আহত আবু ছইদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, আবু ছইদের সাথে প্রতিবেশী গোলাম আহমদ বতাইর বসত বাড়ীর যাতায়াতের একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। রাস্তাটি আবু ছইদের নিজস্ব সম্পত্তি হওয়ায় গোলাম আহমদ গংরা তা বেদখলের চেষ্টা করে। এর জের ধরে আবু ছইদের লাগানো রাস্তার পাশে অবস্থিত বিভিন্ন প্রজাতির গাছের চারা গত মঙ্গলবার সকাল ৮টার দিকে গোলাম আহমদ ও তার পুত্র বিলাল আহমদ কেটে ফেলার সময় বৃদ্ধ আবু ছইদ বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে গোলাম আহমদ গংরা মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। বৃদ্ধের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়