নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বীরদল ছোটদেশ ছোটফৌদ উন্নয়ন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মাস ব্যাপী মিডবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেল ৩টায় ছোটদেশ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী সমাজসেবী শেখ মোঃ ইয়াহিয়া। টুর্নামেন্টের উদ্বোধক করেন কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান। উদ্বোধনী খেলায় গোসাইনপুর সানরাইজ স্পোর্টিং ক্লাব ২-০গোলে পাত্রমাটি ডেঞ্জার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে। আব্দুর রহমানের সভাপতিত্বে ও শহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী প্রজন্মলীগের যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান, সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সভাপতি এম. মোস্তাক। বক্তব্য রাখেন হারুন রশিদ, আহমেদুল কবির মান্না, তোফায়েল আহমদ, আব্দুল কাদির, নেওয়াজ, শাকিল, শাকের, মোস্তফা, নাদের প্রমুখ।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়