নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার কানাইঘাট পৌরসভার ডালাইচর গ্রামে নিজ বসত ঘরের তীরের সাথে গলায় রশি পেচিয়ে ৪ সন্তানের জনক মানসিক ভারসাম্যহীন জামাল আহমদ (৪৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওমেক হাসপাতালে মর্গে প্রেরন করে। জানা যায়, ডালাইচর গ্রামের মৃত ফয়জুল হকের পুত্র জামাল আহমদ দীর্ঘ দিন সৌদি আরবে ছিলেন। কয়েক বছর পূর্বে দেশে ফেরার পর তিনি মানসিক রোগে আক্রান্ত হলে তার স্বজনরা ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা করে আসছিলেন। জামাল আহমদের স্ত্রী ও সন্তানরা তার শ্বশুড়ালয়ে অবস্থান করলে শুক্রবার কোন এক সময় বাড়ীর সবার অজান্তে জামাল আহমদ নিজ পাকা বসত করে রান্না ঘরের তীরের সাথে নাইলনের রশি গলায় পেচিয়ে আত্মহত্যা করে। বাড়ীর লোকজন দুপুর ১২টার দিকে জামাল আহমদের কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে এস.আই মাহবুবুর রহমান নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরন করেন। জামাল আহমদের আত্মীয় স্বজনরা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন হয়ে পূর্বে একবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়