ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকার ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথের ৯৩ লাখ টাকা লুট করে কক্সবাজারে গিয়ে আনন্দ-ফুর্তি আর মাস্তি করে খরচ করেছে সংঘবদ্ধ একটি ডাকাত দল। ডাকাত চক্রের আট সদস্যের মধ্যে চারজনকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে এমন তথ্য দিয়েছেন তারা।
সোমবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে লুটের ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা পুলিশ) মনিরুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন আল আমিন ইসলাম মানিক ওরফে রবিন (২৭), আব্দুল্লাহ (২৮), হাছান (২৭) ও ইয়াছিন(২৭)।
মনিরুল ইসলাম বলেন, ‘গত ৩০ ডিসেম্বর শেষ রাতে তেজগাঁওয়ের সোনারগাঁও ক্রসিং সংলগ্ন সুমনা গনি ট্রেড সেন্টারের নিচতলার ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা লোড করার সময় সাত দুর্বৃত্ত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ৯২ লাখ আট হাজার ৫০০ টাকা লুট করে। এঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। মামলাটি তদন্ত করে ডিবি পুলিশ।
তিনি বলেন, ‘গ্রেফতারকৃতরা লুটের টাকা নিয়ে কক্সবাজারে চলে যায়। সেখানে আনন্দ ফুর্তি করে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা খরচ করে। অবশিষ্ট টাকা দিয়ে একটি গাড়ি কিনতে চেয়েছিল। ভবিষ্যতে ডাকাতির কাজে গাড়িটি ব্যবহারের কথা ছিল। চক্রটি সংঘবদ্ধভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার না করলেও ধারালো অস্ত্র ব্যবহার করে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি সম্পন্ন করে।
মনিরুল জানান, তারা সম্প্রতি বিভিন্ন মহাসড়কে পণ্যবাহী ট্রাক ডাকাতি করেছে। এছাড়া তারা যমুনা গ্রুপের একট ট্রাক টিভিও লুট করে। ডাকাতির ঘটনায় বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে তিনজন বাইরের বিভিন্ন ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। ডাকাতির সাথে ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়