নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ, আওলাদে রাসুল আল্লামা মুফতি সায়্যিদ সালমান মুনসুরপুরী বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় দারুল উলূম দেওবন্দের অবদান অবিশ্বস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, আদর্শ ও নীতির ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দ এবং কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা এক ও অভিন্ন। হক্ব ও বাতিলের সংঘাত আাদিকাল থেকে ছিল ভবিষ্যতেও থাকবে। কিন্তু সত্যিকারের দ্বীন ইসলামের নিশান আদর্শবান মহা মানবদের মাধ্যমেই বিশ্বে প্রচার ও প্রসার ঘটছে। আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. ছিলেন দারুল উলুম দেওবন্দের একজন সত্যিকারের সূর্য সন্তান। তাঁর সঠিক পদাঙ্ক অনুসরনে সিলেটবাসী উপকৃত হবেন।
সালমান মুনসুরপুরী আরো বলেন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্যে মুসলমানদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আমরা কুরআন হাদীসের আদর্শ ও নীতি ছেড়ে দেওয়ার কারণে অমুসলিমদের হাতে নির্যাতিত হচ্ছি।
আল্লামা মুফতি সায়্যিদ সালমান মনসুরপুরী বুধবার সিলেটের সর্ববৃহৎ দ্বিনী প্রতিষ্ঠান কানাইঘাট দারুল উলূম দারুল হাদীস ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ঐতিহ্যবাহী শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. এর পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদীস কানাইঘাট সিলেট- এর বার্ষিক মহা সম্মেলনে বক্তব্য রাখেন, আল্লামা মুফতি মিযানুর রহমান ঢাকা, আল্লামা ইয়াহইয়া মাহমুদ ঢাকা, আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণভী, জামিয়ার শায়খুল হাদীস ও নাইবে মুহতামিম আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, নাইবে শায়খুল হাদীস আল্লামা শামছুদ্দীন সাহেব, আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, আল্লামা মুফতি নুরুল হক জকিগঞ্জী, আল্লামা ইউসুফ শ্যামপুরী, মাওলানাঃ হা. হারুনুর রশীদ উজানীপাড়ী, মাও. মুখলিছুর রহমান রাজাগঞ্জী, মাও. আব্দুল খালিক চাক্তা, মাও. মুবশ্বির আলী, মাও. শফিকুর রহমান, মাও. শিহাব উদ্দিন, মাও. আব্দুল লতিফ, মাও. নজরুল ইসলাম, মাও. নুরুল ইসলাম এলএলবি।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, প্যানেল মেয়র ফখরুদ্দীন শামীম, কাউন্সিলর রহিম উদ্দিন ভরসা, কাউন্সিলর হাফিজ নুর উদ্দিন, খাদিম পাড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবদলের সেক্রেটারী মামুন রশীদ মামুন সহ শতাধিক উলামায়ে কেরাম ও বরণীয় ব্যক্তিবর্গ।
জামিয়ার এ বারের বার্ষিক মহা সম্মেলনে ২ লক্ষাধিক মুসলিম জনতার উপস্থিতিতে মাদ্রাসার দাওরায়ে হাদীসে উত্তীর্ণ ৭৫জন আলেম ও হাফেয গণকে দস্তারে ফযিলত প্রদান করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়