Tuesday, February 17

বিমানে এক নারীকে বিছার কামড়!


কানাইঘাট নিউজ ডেস্ক: আকাশ পথে ভ্রমণে আতঙ্ক ছড়াল বিষাক্ত বৃশ্চিক। তবে শুধু ভীতিই নয়, বিমানের ভিতরে তার কামড়ে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা যাত্রী। বিছের কামড়ে শেষমেশ বাতিল করতে হল তাঁর সফর। গত শনিবার রাতে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তৃপক্ষের থেকে ওড়ার নির্দেশের জন্য অপেক্ষা করছিল আলাস্কা এয়ারলাইন্সের ৫৬৭ নম্বর পোর্টল্যান্ডগামী বিমানটি। বিমানের ভিতরে বসে থাকা এক নারীর পায়ে এই সময় হঠাৎ কামড় বসায় কাঁকড়া বিছে। ওই নারীর আর্তনাদ শুনে ছুটে আসেন বিমানকর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া বিমানবন্দরের চিকিতসা কেন্দ্রে। সেখানে চিকিতসার পর ওই নারীকে বিপন্মুক্ত বলে জানান চিকিতসকরা। এদিকে ওই মহিলার চিকিতসার জন্য বিমানের যাত্রা শুরু করতে কিছুটা বিলম্ব হয়। সেই সময়ের মধ্যে বিছেটিকে খুঁজে বের করে মেরে ফেলেন বিমানকর্মীরা। এরপর ফের নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয় বিমানটি। তবে সফর বাতিল করেন ওই নারী যাত্রী। বিমানে কী ভাবে উঠে পড়ল বিষাক্ত ওই বিছে? প্রশ্নের যথাযথ উত্তর খুঁজে পাননি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে জানা গিয়েছে, মেক্সিকোর লস ক্যাবোস থেকে প্রথমে যাত্রা শুরু করে লস এঞ্জেলেস পৌঁছেছিল ওই বিমানটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়