Thursday, February 12

কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন ২৫ ফেব্রুয়ারী


নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ আল্লামা মুশাহীদ বায়মপুর রহ. এর পূণ্য স্মৃতি বিজড়িত জামেয়া কানাইঘাট ইসলামিয়া দারুল উলূম দারুল হাদিস ক্বৌমি মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আগামী ২৫ ফেব্রুয়ারী মাদ্রাসা সংলগ্ন ময়দানে অনুষ্টিত হবে। উক্ত ইসলামী সম্মেলনে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন বলে মাদ্রাসার মুহতমিম আল্লামা মুহাম্মদ বীন ইদ্রিস শায়খে লক্ষীপুরী ও নায়েবে মুহতমিম আল্লামা আলিম উদ্দিন শায়খে দুলর্ভপুরী জানিয়েছেন। এ ইসলামী সম্মেলনকে সফল ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়