Sunday, January 11

পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ৫৭


কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানের শিকড়পুর থেকে করাচী যাবার পথে বাস ও তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫৭ জন মারা গেছে। পুলিশ জানিয়েছে, বাসটিতে প্রায় ১৮ জন শিশু এবং বেশ কয়েকজন নারী ছিল। করাচী হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃতের সংখ্যা ৫৭। তবে পুলিস জানিয়েছে মৃতের সংখ্যা ৩০ জনের মতো। তেলবাহী ট্যাংকারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে, বাসটিতে আগুন ধরে যায়। পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ৫৭ বাসটির অনেক যাত্রী ছাদে থাকায় তারা লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়। কিন্তু ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়ে মারা যায়। বাস চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। খারাপ আবহাওয়া, অতিরিক্ত যাত্রী ও বেপরোয়া গাড়ি চালানের জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর মতে দেশটিতে ২০১১ সাল থেকে প্রতি বছর নয় হাজার দুর্ঘটনা ঘটে থাকে এবং প্রতি বছর প্রায় সাড়ে চার হাজার মানুষ দুর্ঘটনায় প্রাণ হারায়। গত বছর করাচীতে এক সড়ক দুর্ঘটনায় ৫৮ জন মারা যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়