কানাইঘাট নিউজ ডেস্ক:
কলম্বিয়ায় বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে জনপ্রিয় সামাজিক মিডিয়া ফেসবুক। বুধবার ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এর উদ্বোধন করেন। এ কাজে ফেসবুকের সহযোগী হয়েছে কলম্বিয়ার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান 'টিগো'।
কলম্বিয়া বিশ্বের চতুর্থতম দেশ যেখানে ইন্টারনেট ডট ওআরজি সংগঠনের আওতায় এ সেবা চালু করা হলো। এ সেবায় বেশ কিছু ওয়েবসাইট বিনামূল্যে ভিজিট করতে পারবে ওই দেশের নাগরিকরা।
বিশ্বের যেসব দেশের জনগণ ইন্টারনেট সেবাবঞ্চিত তাদের জন্য কাজ করে যাচ্ছে মার্কিন এ সংগঠনটি। এরই মধ্যে জাম্বিয়া, কেনিয়া ও তানজানিয়ায় বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে ফেসবুক। কলম্বিয়ার জনগণ এ সেবার মাধ্যমে উইকিপিডিয়া, আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট, চাকরির খবরের ওয়েবসাইট, স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট এবং ফেসবুক বিনামূল্যে ব্যবহার করতে পারবে। এ নিয়ে দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তস বলেন, সে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা খুবই কম। ফলে অনেকেই ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। এ সেবার মাধ্যমে অনেকেই এখন দরকারি তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুঁজে নিতে পারবে। ইন্টারনেট উদ্বোধন করতে প্রথম কলম্বিয়া সফরে গিয়ে জুকারবার্গ। সেখানকার ফেসবুক ব্যবহাকারীদের সঙ্গে একটি বৈঠকও করেন। _প্রযুক্তি ডেস্ক
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়