ঢাকা: আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিএনপি নেত্রী জঙ্গীবাদের মদদদাতা। তিনি দেশে আন্দোলনের নামে যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছেন তা জঙ্গীবাদের আচরণ। বিএনপির এই আন্দোলন যুদ্ধাপরাধীদের মুক্ত করার আন্দোলন।
বুধবার দুপুরে শাহবাগে গণগ্রন্থাগারের অডিটোরিয়ামে ‘বাংলাদেশ নাগরিক সেবা সংঘ’ আয়োজিত ‘শান্তি প্রতিষ্ঠায় হরতাল ও অস্ত্রের মহড়া নয়, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আলোকিত বাংলাদেশ গড়তে দেশবাসীর ঐক্যবদ্ধ ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যখন বিশ্ব ইজতেমা উপলক্ষে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি পিছিয়ে নেয়, তখন বিএনপি তাদের অবরোধ প্রত্যাহার না করে উল্টো বাস, ট্রেনে আসা মুসল্লীদের উপর হামলা চালায়, প্রধান বিচারপতির কার্যালয়ে তালা লাগিয়ে দেয় এবং স্কুলগামী শিক্ষার্থীদের পেট্রোল বোমা মেরে আহত করে। এতে বেগম খালেদা জিয়া মর্মাহত হননি।
কিন্তু যখন তার উপদেষ্টার উপর এ হামলা হয় তখন তিনি সাথে সাথে বিবৃতি দেন। এ থেকেই বুঝা যায় তিনি কে? তিনি জনগনের নয়। তিনি দেশের উন্নয়ন চাননা। বরং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চান।
সাহারা খাতুন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র এসেছে, আছে এবং আরো শক্তিশালী হবে। এসময় দেশে নৈরাজ্য প্রতিরোধে সরকারকে আরো কঠোর হওয়ারও আহ্বান জানান সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ নাগরিক সেবা সংঘের প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম সুমন, সহ-সভাপতি ফিরোজ আলম সুমন প্রমূখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়