ঢাকা: পুলিশি বাঁধার মুখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেও তার দেখা পেলেন না এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ- অ্যাবের নেতৃবৃন্দ।
শুক্রবার রাত ৬টা ৪০ মিনিটে গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন সংগঠনটির নেতৃবৃন্দ।
গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি থাকলেও পুলিশি অনুমতি না থাকায় তারা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি।
এসময় সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু পুলিশি বাঁধার কারণে আমরা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে পারলাম না। তবে বেগম খালেদা জিয়া ঘোষিত অবরোধ কর্মসূচিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আর আন্দোলন সফলেও আমাদের সমর্থন থাকবে।
তিনি ২০ দলীয় জোট ঘোষিত আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এসময় সংগঠনের আহ্বায়ক আনোয়ার-উন-নবী মজুমদার বাদল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহানাজ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়