নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার গুলশানস্থ কার্যালয়ে অবরুদ্ধ এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতারের প্রতিবাদে কানাইঘাট গাছবাড়ী বাজারে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। আজ রবিবার সন্ধ্যা ৭টায় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী সরকার বিরোধী স্লোগান দিয়ে গাছবাড়ী বাজারে মিছিল বের করে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল সোমবার গাছবাড়ী বাজারে গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচীকে বানচাল করার উপজেলা প্রশাসন কর্তৃক ১৪৪ ধারা জারির নিন্দা জানিয়ে বিএনপির নেতাকর্মীরা বলেন, ১৪৪ ধারা ভঙ্গ করে তারা গাছবাড়ী বাজারে বিক্ষোভ সমাবেশ করবে এমন ঘোষণা দেন। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৭নং বানীগ্রাম ইউপি বিএনপির সভাপতি নুর আহমদ, বিএনপি নেতা মকবুল হোসেন, তাজ উদ্দিন, তাজ আহমদ, হারুনুর রশিদ মেম্বার, হারুন আহমদ, ছাত্রদল নেতা জসিম উদ্দিন, আশিক উদ্দিন, সাজ্জাদ, রফিক উদ্দিন, শাহীন, তোফায়েল প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়