Wednesday, January 14

ভারতে আসছেন ওবামা, দেখবেন তাজমহল


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: ২৫ জানুয়ারি ভারতে পা রাখবেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। ভারতে এসে তিনি তাজমহল দেখবেন বলে জানিয়েছেন। এদিকে ২৬ জানুয়ারি যে পথ ধরে তিনি কুচকাওয়াজ দেখতে যাবেন, সেই পথগুলি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে আগের দিন থেকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলার জেরে কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। সাততারা হোটেল মৌর্য শেরাটনে উঠবেন বারাক ওবামা। ২০ জানুয়ারি থেকে তাই হোটেলের দখল নেবে ইউএস সিক্রেট সার্ভিস। ওই দিন থেকে ২৭ জানুয়ারি কোনও বুকিং হবে না। গোটা হোটেল থাকবে নিরাপত্তা বাহিনীর দখলে। ২৪ জানুয়ারি থেকেই দিল্লি পরিণত হচ্ছে দুর্গে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তারা বলছেন, ওবামার নিরাপত্তায় চারটি বলয় থাকবে। একদম বাইরের বলয়ের দায়িত্বে থাকবে দিল্লি পুলিশ। তার পর সিআরপিএফ। তৃতীয় বলয়ের দায়িত্ব থাকছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডোরা। আর সবচেয়ে ভিতরের বলয়ে থাকবে ওবামার নিজস্ব দেহরক্ষীরা। যে পথ দিয়ে তিনি যাবেন, তার দু'পাশে উঁচু বাড়িগুলির ছাদে থাকবে কমান্ডো বাহিনী। ২৬ জানুয়ারি আংশিক সময়ের জন্য দিল্লি নো-ফ্লাই জোনে পরিণত হবে। এর আগে ২০১০ সালে সস্ত্রীক ভারত সফরে এসেছিলেন বারাক ওবামা। এ বার তিনি দুই মেয়েকে নিয়ে আসছেন বলে খবর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়