Saturday, January 10

বিএনপির সঙ্গে কথা হয়নি: অমিত শাহ


ঢাকা: বিজেপি সভাপতি অমিত শাহ কি আদৌ ফোন করে খালেদা জিয়ার অসুস্থতার খোঁজ নিয়েছেন? দেশে সৃষ্ট এই কৌতূহল মিটিয়েছেন অমিত শাহ নিজেই। বলেছেন, ‘আমি ওই দিন দিল্লিতেই ছিলাম না। আমার সঙ্গে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার কথা হয়নি।’ এদিকে ঢাকায় ভারতীয় হাই কমিশনার সূত্রে খবর, বিএনপি সাংবাদিক সম্মেলন করার পরেই তাঁরা বিষয়টি নজরে আনেন। ভারতীয় কূটনৈতিক সূত্র জানাচ্ছেন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ নিজে এ বিষয়ে অমিত শাহের কাছে জানতে চেয়েছিলেন। অমিত জানিয়েছেন, তিনি তো ফোন করেনইনি, বরং বিএনপি-র পক্ষ থেকে দুই বার তাঁর দফতরে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি দিল্লির বাইরে থাকায় যোগাযোগ হয়নি। কয়েকদিন ধরে অমিত শাহের ফোন করা না করা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ বাহাস হচ্ছে। বিএনপি নেতারা জোর গলায় দাবি করেন, বেগম খালেদা জিয়াকে ভারতের ক্ষমতাসীন বিজেপি সভাপতি অমিত শাহ ফোন করে তার অসুস্থতার খবর নিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ দাবি করে, বিএনপির কথা মিথ্যা। বিজেপির সঙ্গে খালেদার কোনো কথা হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়