রংপুর: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আপনি নির্বাচন চেয়েছেন অবশ্যই নির্বাচন হবে, তবে ২০১৯ সালের একদিন আগেও নয়। সুতরাং মাথা ঠাণ্ডা করুন, আলোচনা হবে।’
১৩ জানুয়ারি ২০ দলের ডাকা অবরোধে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসে পেট্রল বোমায় নিক্ষেপের ঘটনায় পাঁচজন নিহতের প্রতিবাদে উপজেলা ১৪ দল আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
নাসিম প্রশ্ন রেখে বলেন, ‘আপনি (খালেদা) নির্বাচন কেন চান তা দেশের মানুষ জানে। কি কারণে নির্বাচন দিতে হবে? দেশের মানুষতো ভালোভাবেই খাচ্ছে, কাজ করছে। সুতরাং দেশে নির্বাচনের কোনো প্রয়োজন নেই।’
খালেদাকে উদ্দেশ্যে করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী সৈনিকবিহীন সেনাপতি হয়েছেন। তার কোনো সৈনিক নেই। কোথায় গেলে বিএনপি, কোথায় গেল ছাত্রদল, কোথায় গেল যুবদল, আজ আপনার পাশে কেউ নেই। নির্বাচনে না এসে আপনি যে ভুল করেছেন তার খেসারত আপনি দিতে পারেন, জনগণ কেন দিবে প্রশ্ন নাসিমের?
গত ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে হয়তো ৮০ শতাংশ ভোট পড়তো। কিন্তু কী আর করার, বিএনপি না আসলেও তো ৪০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারনম্যান তারেক রহমানকে উদ্দেশ্যে করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তারেক রহমান একটা কুলাঙ্গার, বিশ্ব বেয়াদব। যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, তাকে নিয়ে কটূক্তি করতেও সে দ্বিধাবোধ করেনি।’
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে শেখ হাসিনা আলোচনার জন্য খালেদা জিয়াকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তিনি আলোচনায় না বসে ভাঙচুর, জ্বালাও, পোড়াও নিয়ে ব্যস্ত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন মিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও স্থানীয় সংসদ সদস্য এইচ এম আশিকুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ ১৪ দলের স্থানীয় নেতারা।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়