Sunday, January 25

গ্রিসে ভোটগ্রহণ শুরু


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: আজ রবিবার গ্রিসের সাধারণ নির্বাচনে ভোটা গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে সংস্কারপন্থী রক্ষণশীল নিউ ডেমোক্রেসি ও ব্যয় সংকোচন নীতি বিরোধী কট্টর বামপন্থী দল সিরিজা পার্টির মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। তবে কোনো দলেরই জোরালো সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার সম্ভবনা নেই বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। এই নির্বাচনকে মূলত গ্রিসের ইউরোতে থাকা-না থাকার সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। তবে সিরিজা পার্টি জানায়, তারা ইউরোজোনে থাকার পক্ষে, তবে গ্রিসের প্রতি ইইউ আরোপিত কঠোর ব্যয় সংকোচন নীতি বিরোধী। ২০০৮ সাল থেকে আর্থিক সংকটের মুখে পড়ে গ্রিস। দেশটিতে বেকারত্ব বেড়ে যায় এবং জনগণের আয় দারিদ্র সীমার নিচে চলে আসে। আজকের নির্বাচনে প্রায় ১০ লাখ ভোটার তাদের তিনশ’ পার্লামেন্ট সদস্য নির্বাচন করবেন। বরিবার স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়